স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৬ ০১:৩৯

সিরিজ শেষ মুশফিকের, পরিবর্তে তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ব্যাটিংয়ের মাঝপথেই ক্রিজ ছেড়ে উঠে যেতে হয়েছিল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। প্রথমে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, মুশফিকের ইনজুরিটা কেমন এখনও ঠিক বোঝা যাচ্ছে না। মাশরাফি বলেছিলেন, আশা করছি তার ইনজুরি খুব সিরিয়াস কিছু হবে না।

তবে সিরিয়াস হোক আর না হোক, জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে মুশফিককে আর খেলাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। পরীক্ষা-নীরিক্ষার জন্য দ্রুত ঢাকা পাঠিয়ে দেয়া হচ্ছে তাকে এবং দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘সোমবার মুশফিকের হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করা হবে। সম্ভবত দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে তার এই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য।’

ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পরিবর্তে কিন্তু অন্য কোন ব্যাটসম্যানকে দলে নেয়নি বিসিবি। তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টির জন্য দলে নেয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ চলাকালীন পরের দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজ, আল-আমিন এবং শুভাগত হোমকে। নতুন হিসেবে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি এবং মোহাম্মদ শহিদকে। এবার মুশফিকের পরিবর্তে নেয়া হলো তাসকিনকে।

দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন মুশফিক। আগামীকালই (সোমবার) আমরা তার স্ক্যান করবো। সাধারণত, এমন ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। তার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবো আসলে তার কী অবস্থা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত