স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২৪ ১৭:১৭

বাংলাদেশের নারী ক্রিকেটার তৃষ্ণার রেকর্ড হ্যাটট্রিক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফারিহা ইসলাম তৃষ্ণা রেকর্ড হ্যাটট্রিক করেছেন।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন এ পেসার। তার প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৬১ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান।

বাংলাদেশের এই হারে সিরিজ হার নিশ্চিত হয়েছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ১০ উইকেটের ব্যবধানে, এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে করেছিল হোয়াইটওয়াশ।

রেকর্ড হ্যাটট্রিকের দিনে দুর্দান্ত বল করেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। প্রথম তিন ওভারে দিয়েছিলেন তিনি মাত্র ১৩ রান।

ইনিংসের শেষ ওভারে ফারিহাকে বোলিংয়ে আনেন অধিনায়ক। প্রথম বলে চার মারেন পেরি। চতুর্থ বলে গিয়ে স্বর্ণার হাতে ওয়াইড লং অফে ক্যাচ তোলেন তিনি, পরের বলে মলিনু ধরা পড়েন পয়েন্টে। শেষ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে অ্যারাউন্ড দ্য লেগে বোল্ড হন মুনি। হ্যাটট্রিক পূরণ হয় তৃষ্ণার।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া নারী দল: ২০ ওভারে ১৬১/৮ (ওয়ারেহাম ৫৭, হ্যারিস ৪৭, পেরি ২৯; ফারিহা ৪/১৯, নাহিদা ২/২১, ফাহিমা ২/৩৪)
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৩/৯ (দিলারা ২৭, স্বর্ণা ২১, ফাহিমা ১৫; মলিনু ৩/১০, গার্ডনার ৩/১৭, শুট ২/৩১)
ফল: অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী

আপনার মন্তব্য

আলোচিত