স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৪ ০৬:১৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে চোটে পড়েছিলেন তিনি। খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের সিরিজ। তবে ডানহাতি এই ফাস্ট বোলার বিশ্ব আসরের প্রথম ম্যাচেই ফিরলেন একাদশে।

আগেই জানানো হয়েছিল লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না আরেক পেসার শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে হাতের ইনজুরিতে পড়েন বাঁহাতি এই পেসার। তাসকিনের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দুই দলের একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহিশ তিকশানা, মাতিশা পাথিরানা ও নুয়ান তুশারা।

আপনার মন্তব্য

আলোচিত