স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৪ ০৭:১২

বিশ্বকাপে এই রেকর্ডটি সাকিব আল হাসান আর রোহিত শর্মার

২০০৭ সালে শুরু টি-টোয়েন্ট বিশ্বকাপ। সেই থেকে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলা ক্রিকেটারের সংখ্যা মাত্র দুই। ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নবম বিশ্বকাপ খেলার তালিকায় নাম লেখান রোহিত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দুই জনের এই তালিকায় নাম তুলেন সাকিবও।

বিরল এই রেকর্ড গড়ার আগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান সাকিব। তিনি বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্য গ্রিন রেড স্টোরিতে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। আইসিসির ভিডিওতে এক ইচ্ছের কথা জানান তিনি, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, আরও কয়েকটা আসর আসছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে বল করার আগ পর্যন্ত ৪৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি এই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব আসরে অর্ধশতক উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব।

আপনার মন্তব্য

আলোচিত