০৮ জুন, ২০২৪ ০৮:১৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের চাই ১২৫ রান।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১২৪ রান।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ২টি এবং ১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কার পক্ষে ইনিংস সর্বোচ ৪৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহিশ তিকশানা, মাতিশা পাথিরানা ও নুয়ান তুশারা।
আপনার মন্তব্য