০৯ জুলাই, ২০২৪ ১৩:৩০
ইউরো চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
র্যাংকিংয়ে যদিও স্পেন থেকে এগিয়ে আছে ফ্রান্স। স্পেন যেখানে অষ্টম স্থানে, ফ্রান্স সেখানে দ্বিতীয় অবস্থানে। এখন পর্যন্ত ৩৬ বারের মুখোমুখিতে স্পেন ১৬টি ও ফ্রান্স ১৩টি জয় পেয়েছে, ড্র হয়েছে বাকি ৭টি। তবে বড় আসরে এগিয়ে ফ্রান্স। বড় আসরে এটা হবে দুই দলের ষষ্ঠ লড়াই।
প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স (১৯৮৪ ইউরোর ফাইনালে ২-০তে, ২০০০ ইউরোর শেষ আটে ২-১-এ ও ২০০৬ বিশ্বকাপের শেষ আটে ৩-১-এ)। সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।
ইউরোর সেমিফাইনাল হিসাব করলে পাল্লা ভারি স্পেনের দিকেই। স্পেন পাঁচবার সেমিফাইনাল খেলে জিতেছে চারটিতে। তাদের একমাত্র হারটি ২০২০ সালের ইউরোতে ইতালির কাছে। অন্যদিকে ইউরোর সেমিতে মোট পাঁচবার খেলে ফ্রান্স জিতেছিল তিনটিতে, হেরেছিল দুটিতে।
এদিকে এবারের ইউরোতে স্পেনই একমাত্র দল, যারা কিনা পাঁচ ম্যাচের সবক’টিতেই জিতেছে। ইউরোর ইতিহাসে এক আসরে কোনো দলই টানা ছয়টি ম্যাচ জিততে পারেনি। আজ ফ্রান্সকে হারালে সেই রেকর্ডটি গড়বে স্প্যানিশরা। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে চোখ ফ্রান্সের। ১৯৮৪, ২০০০ ও ২০১৬ সালে ফাইনাল খেলেছিল তারা।
দুই ফুটবল পরাশক্তির দ্বৈরথে সেরা একাদশ নিয়েই নামবে তারা। ফ্রান্সের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল নামাতে পারেন স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। অন্যদিকে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম এমবাপ্পেদের নামাতে পারেন ৪-৩-১-২ ফরমেশনে।
স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমোন, নাভাস, নাচো, লাপোর্তে, কুকুরেলা, ওলমো, রদ্রি, রুইজ, ইয়ামাল, মোরাতা, উইলিয়ামস। নিষিদ্ধ : কারভাহাল, নোরম্যান্ড।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: ম্যাগনান, কুন্দে, সালিবা, উপামেকানো, হার্নান্দেজ, কান্তে, চুয়েমেনি, কামাভিঙ্গা, গ্রিজম্যান, মুয়ানি, এমবাপ্পে।
আপনার মন্তব্য