স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২৪ ১২:৪৮

আর্জেন্টিনার নালিশ প্রত্যাখ্যান ফিফার

অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে ম্যাচ অফিসিয়ালদের প্রতি নাখোশ ছিল আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনা সমতা টানলেও প্রায় দেড় ঘণ্টা পর অফসাইডে বাতিল করে দেওয়া হয় গোলটি।  

মাঝে লম্বা সময় মাঠে বিশৃঙ্খলার কারণে ম্যাচ বন্ধ থাকার পর প্রায় দুই ঘণ্টা পর মাঠে নামানো হয় ফুটবলারদের। এরপর খেলানো হয় ৩ মিনিট, যা নিয়ে ম্যাচ শেষেই ক্ষোভ ঝেরেছিলেন দলটির কোচ হাভিয়ের মাচেরানো। নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছিলেন ওই ম্যাচকে। দেশটির বিশ্বকাপজয়ী ফুটবলাররাও ক্ষোভ প্রকাশ করেছিলেন সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে।

যার প্রেক্ষিতে ফিফার কাছে নালিশ জানিয়েছিল আর্জেন্টিনা। তবে তাদের সেই নালিশ আমলে নেয়নি ফিফা, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করার সুযোগ আছে কিনা।’

সেই ম্যাচের ধাক্কা অবশ্য এরই মধ্যে কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে ম্যাচে জয় তুলেছে ৩-১ ব্যবধানে। শেষ ম্যাচে আর্জেন্টিনা লড়বে ইউক্রেনের বিপক্ষে। যেখানে জয় পেলেই আর্জেন্টিনা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই।

আপনার মন্তব্য

আলোচিত