২১ অক্টোবর, ২০২৫ ২১:৩১
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ১০ রান। ১১ রানের টার্গেটে নেমে মাত্র ১ রান থেকে দূরত্বে থাকলেন বাংলাদেশের ব্যাটাররা।
ফলে ১ রানে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতা আনল ক্যারিবিয়ানরা।
সুপার ওভারে উইন্ডিজের হয়ে বল করেন আকিল হোসেন। তার করা প্রথম বলটি ওয়াইড হয়। ফলে ৬ বলে দরকার হয় ১০ রানের। আকিলের করা দ্বিতীয় বলটিতে দৌড়ে ৩ রান নেয় বাংলাদেশ। তবে আকিলের সেই বলটিও নো বল হয়। তার করা প্রথম বৈধ বলে হয় ১ রান। তাতে ৫ বলে দরকার হয় ৬ রানের।
পরের বলটি ডট হয়, তৃতীয় বলে এক রান নেন সাইফ। ৩ বলে দরকার ৫ রান। সৌম্য সরকার ক্যাচ আউট হলে শেষ ২ বলে দরকার হয় ৫ রানের। হাতে ১ উইকেট। ২ বল বাকি থাকতে মাঠে নামেন সাবেক অধিনায়ক নাজুমল হেসেন শান্ত। বল তার প্যাডে লাগে, দৌড়ে নেন ১ রান।
১ বলে দরকার ৪ রান। সাইফ মোকাবেলা করেন বলটি। আকিল আবার ওয়াইড করলে ১ বলে দরকার হয় ৩ রানের। তবে শেষ বলে ১ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জেতে ১ রানে।
তার আগে ব্যাট করে ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ২১৩। উইন্ডিজের জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৩ রান। তবে দুই রান হলে খেলা টাই হয়। তিন ফরম্যাট মিলিয়ে এটিই প্রথম টাই বাংলাদেশের। পরে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারে আগে ব্যাট করে উইন্ডিজ। মোস্তাফিজ করেন ওভারটি। উইন্ডিজ ১ উইকেট হারিয়ে করে ১০ রান।
আপনার মন্তব্য