স্পোর্টস ডেস্ক

২৬ মার্চ, ২০১৬ ০১:০৯

তাসকিনের প্রতি অবিচার করেছে আইসিসি : বিসিবি সভাপতি

তাসকিন আহমেদকে নির্দোষ প্রমাণ করার জন্যই ভারতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের দিন আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেয়। ফলে তাসকিন মুক্ত হতে পারেননি নিষেধাজ্ঞা থেকে। তবে তাসকিনের বিষয়টা এখনও মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি। শুক্রবার ভারত থেকে দেশে ফিরেছেন তাসকিন। তবুও কলকাতায় আলোচনা তাকে নিয়েই।

নাজমুল হাসানের ধারণা আইসিসি তাসকিনের সঙ্গে অন্যায় করেছে। শুক্রবার সন্ধ্যায় কলকাতার এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি এই কর্তা। তিনি বলেন, ‘আইসিসি তাসকিনের প্রতি অবিচার করেছে।’ শুধু তাসকিনের প্রতি অবিচারের কথাই বলেননি পাপন, বাংলাদেশ দলকে পরবর্তীতে বৈরি আবহাওয়াতে খেলতে হতে পারে বলেও আশংকা তার! এখানে আবহাওয়া বলতে আইসিসির রোষানলকে বুঝিয়েছেন তিনি।

সানি ও তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই তাদের পরীক্ষা দিতে হয়েছিল। পরীক্ষার পর তাদের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে আইসিসি। সানির ব্যাপারে তেমন কোনও আপত্তি না থাকলেও তাসকিনের ব্যাপারটা মানতে পারছেন না কেউই। নাজমুল হাসান বলেন, ‘তাসকিন নিষিদ্ধ হওয়ার পরই আইসিসি সভাপতির সঙ্গে কথা বলেছি। কিন্তু কী হল? এরআগে মুত্তিয়া মুরালিধরন ও শোয়েব আক্তারের সময় আইন পরিবর্তন করে তাদের খেলানো হয়েছে। শোয়েবকে বলা হয়েছে সে বোলিং করতে পারবে কিন্তু বাউন্স দিতে পারবে না। আমাদের তাসকিনের যে ম্যাচের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ওই ম্যাচের একটা বলও তার সমস্যা নেই। তাহলে আইসিসি কেন তাসকিনের ব্যাপারটা দেখবে না।’

তাসকিন পরীক্ষা দিয়ে শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বিশ্বাস তাসকিন আবার পরীক্ষা দিলেই বৈধতা পাবে। তাকে যদি কাল পাঠায় তাহলেই সে ছাড় পাবে। কিন্তু তাকে তো আমরা বিশ্বকাপে পেলাম না। তাকে মিস করলাম।’

তিনি বলেন, ‘তাসকিন আমাদের দলের সবচেয়ে দ্রুতগতির বোলার। দুর্দান্ত বোলার সে। আমাদের বোলাররা ভালো বলেই এতো সাফল্য পাচ্ছি। বড় দলের বিপক্ষে আমাদের প্রধান বোলারদের বাদ দিয়েই খেলতে হয়েছে। তারপরও বাংলাদেশ দল যেভাবে খেলেছে সেটাও দারুণ। আমাদেরকে নিয়ে যা কিছু হচ্ছে সেটা সবারই জানা। কিন্তু আমাদের এখন আর কিছু করা নেই। এই বৈরি পরিবেশেই খেলতে হবে। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।’

আইসিসির কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন নাজমুল হাসানের মনে। কিন্তু আবেদন করেই শেষ করতে হয়। শেষ পর্যন্ত আইসিসি যে সিদ্ধান্ত নেয় সেটাই মানতে হচ্ছে। বিসিবি সভাপতি বলেন, ‘এগুলো (আইসিসির কর্মকাণ্ড) নিয়ে অনেক প্রশ্ন আছে। কেন শুধু আমরাই। তবে আমি মনে মনে একটা জিনিস ধরে নিয়েছি এই পরিবেশের মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত