স্পোর্টস ডেস্ক

২৬ মার্চ, ২০১৬ ০১:৩১

‘পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ ভিন্ন দল হিসেবে আবির্ভূত হবে’

মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, বাংলাদেশ দল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন দল হিসেবে আবির্ভূত হবে।

২০১০ সাল থেকে প্রতি ২ বছর পর বিশ্বকাপ হলেও ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে না আইসিসি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়াতে।


বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও ভালো করা সম্ভব। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে টাইগার দলপতি মাশরাফি  বলেন, ‘অতীতের রেকর্ডের সঙ্গে যদি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স তুলনা করেন, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। বর্তমানে আমরা ভালো অবস্থানে আছি। টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট খেলোয়াড়কে দরকার হয়। আমরা আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি। যেটা একেবারেই ছিল না। এর একমাত্র কারণ ওয়ানডের মতো আমরা টি-টোয়েন্টিতেও দীর্ঘমেয়াদী চিন্তা করে এগিয়ে যাচ্ছি।’

তবে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্যে নির্দিষ্ট ক্রিকেটার তৈরি করার পক্ষে নন মাশরাফি। তার ভাষ্য, ‘একজন খেলোয়াড় যখন নিজেকে তৈরি করে, তখন টেস্ট খেলোয়াড় হিসেবে নিজেকে করে। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাট চিন্তা করে। আমাদেরকেও একই পথে এগুতে হবে। ভিন্ন ফরম্যাট অনুযায়ী ক্রিকেটার তৈরির পরিবর্তে সবাইকে সব ফরম্যাটে মানানসই হতে হবে। আমাদের এ ফরম্যাটে কিছুটা গ্যাপ ছিল। এখন সেই গ্যাপ পূরণ হয়েছে। পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ ভিন্ন দল হিসেবে আবির্ভূত হবে।’


দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশরাফি বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমার অবশ্যই খুব ভালো লেগেছে। ভারতে আসার আগেও আমরা দ্বিধায় ছিলাম উইকেট সম্পর্কে। কেননা এর আগে আমরা ভারতে কখনো খেলিনি। মানসিকভাবে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন ছিল। ছেলেরা ছোট ছোট ভুল না করলে হয়তো ২-১টি ম্যাচ আমরা জিততে পারতাম। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

আপনার মন্তব্য

আলোচিত