স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৬ ১৮:২৮

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন আফ্রিদি

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহিদ আফ্রিদি। তবে দেশের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

২০১৫ সালের বিশ্বকাপের পর আফ্রিদি আভাস দেন, ভারতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। তবে এই বছরের শুরুতে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এপ্রিলে অবসর না নিতে দেশবাসী এবং বন্ধু ও স্বজনদের কাছ থেকে ‘বিপুল চাপ’ আসছে তার ওপর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে কেবল একটি ম্যাচ জেতে পাকিস্তান। আগেভাগেই টুর্নামেন্ট থেকে সাবেক চ্যাম্পিয়নদের বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। তার নেতৃত্বের সমালোচনা করেন কোচ ওয়াকার ও দলের ম্যানেজার ইন্তিখাব আলম।

৩৬ বছর বয়সী আফ্রিদি জানান, তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত