
০৯ মার্চ, ২০১৫ ১৮:২৫
বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠার গৌরব অর্জন করল বাংলাদেশ । এর আগে ২০০৭ সালে সুপার এইটে উঠেছিলো টাইগাররা । সেবার কোয়ার্টার ফাইনাল রাউন্ড না থাকায় এটিই বাংলাদেশের স্মরনীয়তম বিশ্বকাপ এটা বলাই যায় ।
এডিলেড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে শেষ আটে পা রাখে মাশরাফির দুরন্ত বাংলাদেশ । দেশের এই অবিস্মরণীয় জয় বাংলাদেশ দল উৎসর্গ করেছে ১৯৭১ সাকে মহান মুক্তিযোদ্ধে অংশ নেয়া শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের ।
খেলা শেষে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফি মুর্তজা এই ঘোষণা দেন । ।
আপনার মন্তব্য