স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০১৬ ০০:৫৭

আইপিএল জুড়ে দুটি ভয়ে আক্রান্ত ছিলেন মুস্তাফিজ

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে গিয়ে যার নতুন নাম হয়েছে - 'দ্যা ফিজ"। তাঁর নাম শুনলেই পৃথিবীর বাঘা বাঘা অনেক ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম হয়ে যায়। তিনি বল করতে দৌড়ানোর পর ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ভাবতে পারেন না কোন ধরনের স্লোয়ার-কাটার ধেয়ে আসছে তাঁর দিকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে প্রায় প্রতি ম্যাচেই তাঁর জাদুতে খাবি খেয়েছেন সবাই। সে মুস্তাফিজ কিনা পুরো টুর্নামেন্ট জুড়ে দুটি ভয়ে কুঁকড়ে থাকতেন! হ্যাঁ এমনটাই জানাচ্ছেন সানরাইজার্স ব্যাঙ্গালুরে একমাত্র বাংলা জানা সদস্য রিকি ভুই।

। ২০১৪  এবং ২০১৬ ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন তিনি। রিকি ভুই অনেক সময়ই দলের মধ্যে দোভাষীর কাজ করেন মুস্তাফিজ এবং অন্যদের মাঝে। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত একটি স্পেশাল প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সানরাইজার্স ক্রিকেটারদের সঙ্গে মুস্তাফিজের কথাবার্তা কীভাবে হয় তার বর্ণনা।

খেলার বাইরে মুস্তাফিজ দিন-যাপন কীভাবে করেন, সে সম্পর্কে বর্ণনা দেন।

তিনি বলেন, খেলার বাইরে মুস্তাফিজ প্রায়ই একা একা থাকেন। কারণ, ভাষা সমস্যা। বাংলা ছাড়া তিনি আর কোন ভাষাতেই কথা বলতে পারেন না। অন্যদের সঙ্গে এ কারণে ভাব বিনিময়ও খুব একটা হয় না। রিকি ভুই ক্রিকইনফোকে বলেন, ‘দলের কোন ইভেন্টে যোগ দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করেন মুস্তাফিজ। কারণটা হলো ইংলিশে কথা বলতে পারেন না বলে।’

দলে যোগ দেয়ার পর থেকেই রিকি ভুইয়ের সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটে মুস্তাফিজের। কারণটা হলো দু’জন বাংলায় কথা বলতে পারেন। রিকি ভুই নিজেই জানান, তার সঙ্গে আমার সম্পর্কটা দারুণ জমে উঠেছে। মুস্তাফিজ যে সব সময় ব্যাট করা এবং ইংরেজিতে কথা বলতে ভয় পান, সেটা তিনি নিজেই জানান, ‘সব সময় মুস্তাফিজ আমার কাছে বলেন যে, তিনি ব্যাট করা এবং ইংরেজিতে কথা বলতে ভয় পান।’

আপনার মন্তব্য

আলোচিত