সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ১৪:১০

আম্পায়ারের খারাপ সিদ্ধান্ত বললেন লক্ষণ

রুবেল হোসেনের ফুল টস বলকে আম্পায়ারের 'নো' বল ডাকাকে খারাপ সিদ্ধান্ত বলে অভিহিত করলেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

৪০তম ওভারে রুবেলের করা ওই বলে মিডউইকেটে সাকিবের তালুবন্দি হন রোহিত শর্মা। কিন্তু আম্পায়ার বলটিকে 'নো' ঘোষণা করায় আউটের হাত থেকে বেঁচে যান রোহিত।

ওই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটারে লক্ষ্মণ লেখেন, 'খারাপ সিদ্ধান্ত। বলটি অবশ্যই কোমরের ওপরে ওঠেনি। রোহিতের ভাগ্যপ্রসূত সুযোগ। বাড়তি ২০ রান পাওয়ার জন্য এটা ব্যাবধান গড়ে দিতে পারে।'

লক্ষ্মণের ধারণাই ঠিক হয়েছে- ৯০ রানে থাকা রোহিত পরে তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তাসকিনের বলে বোল্ড হয়ে থেমেছেন ১৩৭ রানে গিয়ে। 

আপনার মন্তব্য

আলোচিত