সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ১৬:৪০

পা লাগল লাইনে, ছক্কা নয় আউট দিলেন থার্ড আম্পায়ার!

১৭তম ওভারের খেলা চলছি। মোহাম্মদ শামির বাউন্সারে হুক করলেন মাহমুদুল্লাহ রিয়াদ । লাইনে দাঁড়ানো শেখর ধাওয়ান দ্বিতীয় চেষ্টায় ক্যাচ ধরলেন তবে টিভি রিপ্লেতে দেখে গেল ক্যাচ ধরার সময় ধাওয়ানের পা ছিল লাইনে । ক্রিকেটিয় নিয়মে এটি ছক্কা হবার কথা কিন্তু তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস খুব একটা সময় না দিয়েই লাল বাতি জ্বালিয়ে দিলেন অর্থাৎ আউট মাহমুদুল্লাহ !

 

এরকম সময়ে অনেকবার করে রিপ্লে দেখে তবেই সিদ্ধান্ত দিয়ে থাকেন আম্পায়ার কিন্তু তড়গড়ি করে ভারতের পক্ষে গুরুত্বপূর্ন এই সিদ্ধান্ত দেয়ায় আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । সামাজিক যোগাযোগ মাধম্যে ক্ষোভ জানাচ্ছেন টাইগার সমর্থকরা ।

আপনার মন্তব্য

আলোচিত