১৯ মার্চ, ২০১৫ ২০:৩৪
বাংলাদেশের সাথে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মার ৮৭ রানে পরিষ্কার আউটকে বাতিল করে নো বল ডাকায় পাকিস্তানি আম্পায়ার আলীম দারের সমালোচনা করলেন তারই স্বদেশী সাবেক ক্রিকেটার শোয়েব আখতার । টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন।
এই ম্যাচে আলীম দারের সিদ্ধান্ত ছাড়াও আর ২টি বাজে সিদ্ধান্তের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে টাইগাররা । সুরেশ রায়নার পরিষ্কার লেগ বিফোর উইকেট
রিভিউ করেও পান নি মাশরাফি । অপরদিকে ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ লাইন ছুয়ে ধরলেও ছক্কার বদলে আউট দেন থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস ।
আপনার মন্তব্য