সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ২০:৩৪

‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন

বাংলাদেশের সাথে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মার ৮৭ রানে পরিষ্কার আউটকে বাতিল করে নো বল ডাকায় পাকিস্তানি আম্পায়ার আলীম দারের সমালোচনা করলেন তারই স্বদেশী সাবেক ক্রিকেটার শোয়েব আখতার । টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন।


এই ম্যাচে আলীম দারের সিদ্ধান্ত ছাড়াও আর ২টি বাজে সিদ্ধান্তের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে টাইগাররা । সুরেশ রায়নার পরিষ্কার লেগ বিফোর উইকেট
রিভিউ করেও পান নি মাশরাফি । অপরদিকে ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ লাইন ছুয়ে ধরলেও ছক্কার বদলে আউট দেন থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস ।

আপনার মন্তব্য

আলোচিত