![উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তাসকিন](https://www.sylhettoday24.news/images/news/thumb/160805.jpeg)
১৯ মার্চ, ২০১৫ ২৩:০৬
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। ভারতের ইনিংসে বিতর্কিত নো-বল থেকে শুরু করে মাহমুদুল্লাহর আউট হওয়াসহ - আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে ফেসবুকে।
তেমন কিছু ফেসবুক স্ট্যাটাস:
সাংবাদিক জাহিদ নেওয়াজ খান তাঁর ফেসবুক প্রতিক্রিয়ায় লিখেন, অজুহাত স্লো ওভার রেট। কিন্তু আমরা বুঝি কিছু বলতে চাই না বলে এক লাইন বলার জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ মাশরাফি। উই আর প্রাউড অব ইউ, ক্যাপ্টেন।
ব্লগার ও এক্টিভিস্ট সবাক পাখি ফেসবুকে লিখেন- সুনীল, শচীন, দ্রাবিড়, সৌরভের দলকে আজ এইভাবে জিততে হয়!! জোচ্চুরির মাধ্যমে জিতে কেবল বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়নি, নিজ দেশের লিজেন্ডদের অপমান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ছাত্রনেতা পাপলু বাঙ্গালী লিখেন- গতকালই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আতঙ্কের জায়গার কথা বলেছিলাম। ১২০ কোটি মানুষের রাষ্ট্রের বিশাল ক্রিকেট বাণিজ্যের লোভনীয় গোলক ধাঁধার কাছে হেরে যেতে পারে ১৬ কোটি মানুষের আবেগ। সেটাই হল এবং খুব বিরক্তিকরভাবে ঘটে গেল।
তানজিয়া বিনতে হাই নামক একজন শিক্ষার্থী লিখেন- ICC = Indian Cricket Council..........!!!!!!!!!!! ইন্ডিয়ার মত টিম বাংলাদেশের সাথে খেলায় জিতার জন্য আম্পায়ার দের এভাবে কিনে নিবে ভাবতেই পারতেছিনা। তার মানে ওরা আমাদের ক্রিকেট টিম কে ভয় পায়। বলার অপেক্ষা রাখে না যে লিগেলি খেলা পরিচালনা করলে আমরাই জিত্তাম। আমরা বিশ্বাস করি যে আজকের খেলায় আমরাই জিতেছি। কারণ আমাদের টিম কে ভয় পেয়ে তোরা আম্পায়ার কে কিনতে বাধ্য হইছিস। এটাই আমাদের আজকের জয়। পাকিস্তান আমাদের চিরদিনের দুশমন তাই হয়ত আমাদের দেশের অনেকেই বিশ্বকাপে নিজের দেশের পরে তোদের কে সাপোর্ট করত, ইভেন আমি নিজেও করতাম কিন্তু আজকের পর তোরা তোদের সেই সাপোর্টারদের হারাইলি আর ষোল কোটি মানুষের অভিশাপ কুড়াইলি। ধিক, তোদেরকে ধিক!
রঞ্জন সাহা নামক একজন তার ফেইসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে লিখেন; আইসিসি তার বানিজ্যিক স্বার্থ সংরক্ষণের জন্য আর কত নিচে নামবে। রোহিত শর্মার নিশ্চিত আউট যখন নো বল ও মাহমুদুল্লাহর ছক্কা ক্যাচে রূপান্তরিত হয় তখন একে আর ভদ্রলোকের ক্রিকেট খেলা বলে না, চোরচক্রের চুতিয়া খেলা বলে। বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে পাকিস্তান এবং ইংল্যান্ডের আম্পায়ারেরা যে কাহিনির জন্ম দিয়েছেন সেটা নিতান্ত হাস্যকর অবাঞ্ছিত বালখিল্য। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যঙ্গ করেও স্ট্যটাস দিয়েছেন, টুইট করেছেন।
আম্পায়ারের নির্লজ্জ্ব পক্ষপাতিত্বকে ব্যঙ্গ করে রাজীব রাসেল লিখেন- ইন্ডিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিলে আইসিসি (ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) আর্থিকভাবে কতোটা ক্ষতিগ্রস্থ হবে মাননীয় অর্থমন্ত্রী?
অনলাইন এক্টিভিস্ট, সংগঠক শামস রাশীদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন- আইসিসি প্রেসিডেন্ট লোটাস কামাল সাহেব, এই ম্যাচ বাতিল করান এবং দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের উপর তদন্ত করার দায়িত্ব স্থানীয় পুলিশের কাছে দেয়ার ব্যবস্থা করেন। অস্ট্রেলিয়ার আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে তো কেউ আপনাকে আটকাতে পারবে না, তাই না? না পারলে প্রকাশ্যে এই অভিযোগ গুলো রেজিস্টার করে পদত্যাগ করেন। টাইগাররা মাঠে মাথা উঁচু করে রেখেছে, আপনিও মাঠের বাইরে সেটাই করুন। #ArrestTheUmpires
ব্লগার এমদাদুল হক তুহিন এক স্ট্যাটাসে লিখেন- বাংলাদেশ হেরেছে তাতে কি!হারিয়ে দেওয়া হয়েছে এটাই বড় কথা। চুরের বিরুদ্ধে হেরে গিয়ে চারদিকে অশ্রু ও আনন্দের মিছিল হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাবে। সাবাস টাইগার্স। তোমরা ১৬ কোটি হৃদয়ের গর্ব।
দেবজ্যোতি দেবু ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে লিখেন- গুড জব টাইগারস। আইসিসি VS বাংলাদেশের খেলায় বাংলাদেশ ১০৯ রানে পরাজিত। তাতে কি ? তোমরা ভাল খেলেছ। সাথে ছিলাম,আছি,থাকবো। ওদের সাথে আবার দেখা হচ্ছে কিছুদিন পরে। তখন দেখা যাবে। এখন দেখার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আইসিসি একাদশ কি করে।
ছাত্রনেতা হোসাইন আহমেদ চৌধুরী লিখেছেন, টাইগার্স মন খারাপের কিছুই নেই, প্রত্যাশার চেয়ে অনেক বেশিই উপহার দিয়েছো। এ অর্জনই কম কি! বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়ানো এই দামাল ছেলেদের বরণ করে নিতে প্রস্তুত আছে ১৬কোটি ক্রিকেট পাগল বাঙ্গালী। আমরা হারিনি! জোর করেই হারিয়ে দেয়া হলো।
হয্রত বিনয় ভদ্র লিখেন-সাবাশ টাইগার্স। অসাধারণ ১টা বিশ্বকাপ আমাদের উপহার দিয়েছ।
কানিজ ফাতেমা লিখেন- তাহারা হারিয়া প্রমাণ করিল আমরা হারি নাই!
আপনার মন্তব্য