স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৩৬

আইসিসি সভায় পাত্তা পেল না দুই স্তরের টেস্টের প্রস্তাব

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের জোরালো আপত্তির মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় পাত্তাই পায়নি দুই স্তরের টেস্টের প্রস্তাব। ফলে এই প্রস্তাব নিয়ে কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। আলোচনার ভিত্তিতেই সব সদস্য রাজী হয়েছে আপাতত এমন কোন নিয়ম চালু হবে না।

যদিও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের। তবে শুরু থেকেই টেস্টে দ্বি স্তরের বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরে এতে সুর মেলায় ভারত। জিম্বাবুয়েও এর বিপক্ষে ছিল।     

দ্বি-স্তর কাঠামোয় টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ৭ দলকে প্রথম স্তরে রাখার কথা বলা হয়েছিল। শেষ তিন দল এবং নতুন দুটি টেস্ট খেলুড়ে দেশকে রাখা হতো দ্বিতীয় স্তরে।

আপনার মন্তব্য

আলোচিত