স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৬ ১১:১৯

মিরপুরে বৃষ্টির শঙ্কা

মিরপুরে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুপুরেই মাঠে নামার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। কিন্তু শুক্রবারে ঢাকার আকাশে কালো মেঘ জমা হয়েছে। হচ্ছে থেমে থেমে হালকা বৃষ্টি।  আশ্বিনের শেষে খুব বড় ঝড়ের কোন পূর্বাভাস না থাকলেও বৃষ্টি হতে পারে বিকেলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।  আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

শুক্রবার আড়াইটায় শুরু হতে যাওয়া ম্যাচে বৃষ্টি কোন বড় বাধা হবে না বলেই আশাবাদ আয়োজকদের। ভরসা যোগাচ্ছে মিরপুরের ড্রেনেজ সিষ্টেম। বৃষ্টি হলেও ম্যাচ একেবারেই পণ্ড হবার সম্ভবনা কম।

আপনার মন্তব্য

আলোচিত