স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০১৬ ১৫:০২

পাইলটকে টপকে গেলেন মুশফিক

এতোদিন যৌথভাবে এক রেকর্ডের মালিক ছিলেন খালেদ মাসুদ পাইলট ও মুশফিকুর রহিম। সেটি ছিলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে উইকেটের পেছনে ৮৭টি ডিসমিসাল এর রেকর্ড। শুক্রবার (২১ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মেহেদি হাসান মিরাজের বলে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে পাইলটকে ছাড়িয়ে গেলেন মুশফিক।

ওয়ানডে ও টি-টোয়েন্টির ডিসমিসালে আগে থেকেই শীর্ষে ছিলেন মুশফিক। এবার টেস্ট ডিসমিসালের রেকর্ডটিও তিনি নিজের করে নিলেন।

টেস্টে মুশফিকের ডিসমিসাল সংখ্যা এখন ৮৮টি। এর মধ্যে আছে ৭৭টি ক্যাচ এবং ১১টি স্টাম্পিং। আর পাইলটের ছিলো ক্যাচ ৭৮টি এবং স্টাম্পিং ৯টি। পাইলট এই রেকর্ড গড়েছিলেন ৪৪ টেস্ট খেলে।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই মুশফিকের টেস্ট অভিষেক হয়েছিল। এরপর থেকে ৪৯টি টেস্ট খেলে এই রেকর্ড গড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

ব্যাট হাতেও দারুণ সফল মুশফিক। ৩২.৩১ গড়ে করেছেন ২,৬৫০ রান করেছেন। আছে ১৫টি অর্ধশতক ও তিনটি শতক। এর মধ্যে একটি আবার দ্বিশতক।

আপনার মন্তব্য

আলোচিত