সোশ্যাল মিডিয়া ডেস্ক

২১ অক্টোবর, ২০১৬ ১৬:০৬

মেহেদী হাসান নামের অফ স্পিনারটা দারুণ: টুইটারে অশ্বিন

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার কে প্রশ্ন করা হলে বেশিরিভাগই উত্তরে বলবেন রবীন্দ্র অশ্বিনের নাম।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন লাঞ্চের পর সাকিবের এক ওভারে তিন বলের মধ্যে দুইবার রিভিউ নিয়ে ঈন আলীর বেঁচে যাওয়ার পর অশ্বিন প্রথম টুইট করেছিলেন।

অশ্বিন তখন লিখেছিলেন, ‘টেস্ট ইতিহাসে লাঞ্চের পর এ রকম ওভার মনে হয় দেখিনি।’ অশ্বিনের টুইটে মন্তব্য করে সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার মনে করিয়ে দিয়েছেন, সামনেই তো ইংল্যান্ডের সঙ্গে ভারতের সিরিজ। অশ্বিন তো খুশি হবেনই। অশ্বিন ইঙ্গিতটা বুঝতে পেরে পাল্টা রসিকতা করেছেন। এরপর মেহেদির প্রসঙ্গে পাল্টা মন্তব্যে লিখেছেন, ‘ঠাট্টা বাদ দিয়ে বলি, মেহেদী হাসান নামের অফ স্পিনারটা দারুণ।’


বাংলাদেশের প্রশংসা করে টুইট করার পর সেখানে এক বাংলাদেশি অশ্বিনকে উদ্দেশ্য করে লিখেন-  ‘যাক অবশেষে তো অশ্বিনের মুখে বাংলাদেশ নিয়ে ইতিবাচক কিছু পাওয়া গেল।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওমানের সাথে বাংলাদেশের খেলায় টুইট করে অশ্বিন বলেছিলেন ‘বাংলাদেশ জিতলে পুরো দেশ খুশি হবে, আর ওমান জিতলে খুশি হবে ক্রিকেট।’

সেই থেকে টাইগার সমর্থকদের কাছে অশ্বিন অপ্রিয় নাম তবে মিরাজের প্রশংসায় করায় এখন কিছুটা ভিন্নভাবে ভাবতে পারেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত