স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৬ ১৬:৪৪

‘সাব্বিরের উপর চাপ কমাতে তাইজুলকেও স্ট্রাইক দেয়ার পরিকল্পনা ছিল’

©Getty Images

সাধারণত লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের স্ট্রাইকে না রেখে স্বীকৃত ব্যাটসম্যানরা বেশি স্ট্রাইক নিয়ে খেলেন। কিন্তু সাব্বিরকে দেখা গেল একেবারেই ভিন্নভাবে। তিনি তাইজুলকে আগলে রেখে খেলার চেষ্টা করলেন না। স্টুয়ার্ড ব্রডের করা দিনের তৃতীয় ওভারের শেষ বলে উল্টো তাইজুল ১ রান দিয়ে পরের পুরো ওভার খেলতে স্ট্রাইকে এলেন। এটাই হয়ে গেল আত্মঘাতি। ওই ওভারেই দুই টেল এন্ডার আউট হলে ম্যাচ শেষ হয়ে যায়।

কেন এমনটি করা হল। এ ব্যাপারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, “৩৩ রান তো সাব্বির একাই করতে পারবে না। আর তাইজুল যে বেশি খারাপ খেলে, সেটিও না। এটা যদি শেষ উইকেট হতো, তাহলে ভিন্ন কথা ছিল। ব্যাপারটা এমন না যে এক দিক থেকে স্পিন, অন্য দিক থেকে ওরা পেস করছে। দুই দিক থেকেই পেস ব্যবহার করবে, এটাই খুব স্বাভাবিক।”

নবম উইকেটে তাইজুলের সাথে সাব্বিরের ২৫ রানের জুটির ১৫ রানই আসে তাইজুলের ব্যাট থেকে। এই জুটির সময় বেশিরভাগ সময় স্ট্রাইকে ছিলেন তাইজুলই।

“সাব্বির যদি বাড়তি ঝুঁকি নিতে গিয়ে আউট হতো, তাহলে খেলা আরও আগেই শেষ হত। গত কাল শেষ দিকে তাইজুল খুব ভালো খেলছিল, আজও শুরুটা খুব ভালো করেছিল। এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া যে, যদি রান হয় রানটা নিয়ে নেওয়া।”

আপনার মন্তব্য

আলোচিত