স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৬ ২০:২৮

দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন শুভাশিষ ও সৈকত, বাদ শফিউল

মিরপুরে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন দীর্ঘদিন থেকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাওয়া পেসার শুভাশিস রায় ও রানের বন্যা বইয়ে দেয়া মোসাদ্দেক সৈকত। আর বাদ পড়েছেন শফিউল ইসলাম। দ্বিতীয় টেস্টের দল তাই  ১৫ সদস্যের।


টেস্ট ক্রিকেট মোসাদ্দেক নামটি নতুন হলেও ওয়ানডে ও টি২০ ক্রিকেটের সৌজন্যে তিনি পরিচিত মুখ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে’র দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় তরুণ এ টাইগার তুর্কির। এর আগে, গত জানুয়ারিতে টি২০ ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয় তার।

আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটি। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশিষ রায়।

আপনার মন্তব্য

আলোচিত