স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৬ ০৩:০৬

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের জয়জয়কার

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের জয়জয়কার

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি সংখ্যক ফুটবলারের স্থান হয়েছে। সোমবার রাতে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

অনূমিতভাবেই ওই তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, সুয়ারেজ পল পগবারা। এ তালিকায় দল হিসেবে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় স্থান পেয়েছেন।

সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় স্প্যানিশ লিগের আধিপত্য অব্যাহত রয়েছে। স্প্যানিশ লিগের সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় বর্ষসেরা খেলোয়াড়ের সেরা ৩০-এ জায়গা করে নেন। এদের মধ্যে রিয়াল মাদ্রিদ থেকে সর্বোচ্চ ছয়জন এবং বার্সেলোনা থেকে চারজন সেরা ৩০-এ জায়গা করে নেন। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এ সংখ্যা তিন।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটি থেকে তিনজন এবং ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে একজন করে সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় জায়গা করে নেন। এছাড়া টটেনহ্যামের প্রতিনিধি একজন।

জার্মান বুন্দেসলিগা থেকে পাঁচজন সেরা ৩০-এ জায়গা করে নেন। এদের মধ্যে বায়ার্ন মিউনিখ থেকে চারজন এবং বরুসিয়া ডর্টমুন্ড থেকে একজন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় জায়গা করে নেন। এছাড়া ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের তিনজন এবং পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং থেকে একজন সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় জায়গা করে নেন।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকা:

  • বার্সেলোনা: লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা।
  • রিয়াল মাদ্রিদ: ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, লুকা মডরিচ, টনি ক্রুস, পেপে, সার্জিও রামোস।
  • বায়ার্ন মিউনিখ: থমাস মুলার, রবার্ট লেভানডভোস্কি, আর্তুরো ভিদাল, ম্যানুয়েল নয়।।
  • ম্যানচেস্টার সিটি: সার্জিও আগুয়েরো, কেভিন ডি ব্রু।
  • বরুসিয়া ডর্টমুন্ড: পিয়েরে-এমেরিক আবামেয়াং।
  • জুভেন্টাস: জিয়ানলুইজি বুফন, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়।
  • অ্যাটলেটিকো মাদ্রিদ: ডিয়েগো গডিন, কোকে, আন্তনিও গ্রিজম্যান।
  • লেস্টার সিটি: জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ, দিমিত্রি পায়।
  • ম্যানচেস্টার ইউনাইটেড: পল পগবা, জ্লাতান ইব্রাহিমোভিচ।
  • স্পোর্টিং: রুই প্যাট্রিস।
  • টটেনহ্যাম: হুগো লরিস।

আপনার মন্তব্য

আলোচিত