স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০১৬ ২০:২৬

মিসবাহকে এক ম্যাচ নিষিদ্ধ করলো আইসিসি

পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হককে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সম্প্রতি ক্রাইস্টচার্চে শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট, যেখানে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে পাক অধিনায়ক মিসবাহকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। নিষেধাজ্ঞার পাশাপাশি মিসবাহর ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে। আর পাকিস্তানের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না মিসবাহ।

অবশ্য আইসিসির নিষেধাজ্ঞা না থাকলেও হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে খেলা হতো মিসবাহর। কারণ, মারা গেছেন মিসবাহর শ্বশুর। তিনি ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে মিসবাহর বদলে দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী।

আপনার মন্তব্য

আলোচিত