স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৬ ১৩:০০

দলীয় রান ১৬৯, একজন ১৬০, বাকি সবাই শূন্য!

দলীয় স্কোর ১৬৯। এর মধ্যে দলের একজন ক্রিকেটার খেলেছেন অপরাজিত ১৬০ রানের ইনিংস। ব্যাটিং ওপেন করতে নেমে থাকলেন অপরাজিত। আর দলের বাকিরা করতে পারেননি ১টি রানও! সবাই আউট হয়েছেন ০ রানে! চমকে যাওয়ার মতো এক স্কোরকার্ড বটে!

গত সোমবার দক্ষিণ আফ্রিকার নারীদের টি-টুয়েন্টি ক্রিকেট আসরে ঘটেছে এমন বিরল ঘটনা।

প্রিটোরিয়ায় অনূধ্ব-১৯ আসরে ইস্টার্নের বিপক্ষে এমপুমালাঙার ম্যাচ চলছিলো। এমপুমালাঙার ওপেনার সানিয়া-লি সোয়ার্ট একপ্রান্ত ধরে রেখে দারুণ খেলে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও সানিয়া ছিলেন অবিচল। ৮৬ বল খেলে ১৮টি চার ও ১২টি ছক্কায় ১৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সানিয়া। দলের বাকি সবাই কোনো রান না করলেও 'মিস এক্সট্রা' যোগ করেছে ৯ রান। তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৯।

প্রতিপক্ষ দলের মাসিঙ্গিতা ১৫ রানে নেন ৫ উইকেট। নয়টি ০ রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত সানিয়ার দল ম্যাচ জিতে নিয়েছে ৪২ রানে।

আপনার মন্তব্য

আলোচিত