স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০১৭ ১৭:০৩

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে মিরাজ

টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসা অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ডাক পেলেন ওয়ানডে দলে। ৭টি টেস্ট খেলা এ অলরাউন্ডারের ওয়ানডে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীলংকা সফরেই।

ওয়ানডে সিরিজের দলে সপ্তদশ সদস্য হয়ে ঢুকেছেন এই তরুণ অফস্পিনার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত একজন অফস্পিনার চেয়ে পাঠানোতেই মিরাজকে দলে নেওয়া হয়েছে।

“শ্রীলঙ্কা দলে পাঁচ-ছয় জন বাঁহাতি ব্যাটসম্যান। শুভাগত আছে, টিম ম্যানেজমেন্ট মনে করেছে, আরেকজন অফস্পিনার দরকার হতে পারে। অফস্পিনাররা বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর। তাই তাকে পাঠাচ্ছি।”

দলে স্পেশালিস্ট অফস্পিনার হিসেবে আছেন শুভাগত হোম চৌধুরী। কিন্তু একমাত্র প্রস্তুতি ম্যাচে আশানুরূপ বল করতে পারেন নি শুভাগত সহ দলের বেশিরভাগ বোলারই।

প্রথম দুটি ওয়ানডে খেলতে বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় গেছে মাশরাফি বিন মুর্তজার দল। ঢাকা থেকে এ দিনই ডাম্বুলায় দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ।

আপনার মন্তব্য

আলোচিত