স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৭ ২০:৪১

কাউন্টি খেলতে যাচ্ছেন তামিম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট দেখিয়ে পেয়েছিলেন প্রস্তাব। দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে নিলেন সিদ্ধান্ত। এসেক্সের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে অংশ নিতে শুক্রবার উড়াল দিচ্ছেন তামিম ইকবাল।

এমনিতে প্রস্তাব লোভনীয়। তবে টানা খেলার মধ্যে থাকায় অস্ট্রেলিয়া সিরিজের আগে মাঝের এই সময়ে বিশ্রামের সুযোগ ছিল। তবে কাউন্টির ক্রিকেট সংস্কৃতি শেখার সুযোগ  আরও বেশি টানল থাকে।
 
খান সাহেবের মুখের কথাতেই সব পরিষ্কার, “এমনিতেই পরিবার থেকে অনেক দিন দূরে ছিলাম। সামনেও অনেক সফর আছে। তবে শেষ পর্যন্ত ভেবে দেখলাম যে, এমন সুযোগ সবসময় নাও আসতে পারে। এটি হাতছাড়া করা ঠিক হবে না। সত্যি বলতে যতই ভাবি, যাওয়ার ব্যাপারে সবসময় পজিটিভই ছিলাম। সুযোগটি নিয়ে যথেষ্ট রোমাঞ্চিতও আমি।”

ভালো সবাই খেলতে চায়। ওটা তো আছেই পাশাপাশি ওখানকার পরিবেশ, আবহ, সংস্কৃতি সবকিছুর অভিজ্ঞতা নিতে মুখিয়ে তিনি। আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। নিজেকে অন্য উচ্চতায় নিতে করতে হবে আরও বাড়তি কিছু। অ্যালেইস্টার কুকের কাছে টোকটাও নেবেন সেজন্য।

এর আগে ইংলিশ কাউন্টি খেলেছেন সাকিব আল হাসান ও মোস্তফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত