স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৭ ২৩:২৩

অস্ট্রেলিয়া আসবে, আশাবাদী বিসিবি

বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়ার এ দলের ক্রিকেটাররা। সংকট নিরসন না হলে শঙ্কায় পড়তে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজও। তবে এখনি এ নিয়ে ভাবতে চায় না বিসিবি।

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। এবার সেরকম কোন সমস্যা নেই। তবে সফরটি এবারও অনিশ্চয়তায় পড়ে গেল। ওদের বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিরোধে তাই স্বস্তিতে নেই বাংলাদেশও।  আনুষ্ঠানিকভাবে অবশ্য শঙ্কা প্রকাশ করছে না বিসিবি।

বৃহস্পতিবার  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান,

“বিষয়টা অনেক দূরের ব্যাপার। অগাস্টের মাঝামাঝি সময়ে তাদের আসার কথা। সে বিষয়ে মন্তব্য করার সময় এখন নয়। কদিনের মধ্যে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল আসবে। তারা এসে কথা বলবে।”

“আমরা আশা করছি,অস্ট্রেলিয়া দল ঠিক সময়েই আসবে। আমরা বিকল্প কিছু ভাবছি না, ভাবার কোনো অবকাশও নেই।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট খেলার কথা বাংলাদেশের। দুই বোর্ডের সমঝোতায় চূড়ান্ত হয়ে আছে সফরসূচীও। সোমবার ফিটনেস ক্যাম্প দিয়ে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত