ক্রীড়া প্রতিবেদক

১০ জুলাই, ২০১৭ ০২:৩৯

বিধ্বংসী লুইসে ভারতের লজ্জা

এভিন লুইসের ব্যাটিং তাণ্ডবে লজ্জায় পড়ল ভারত। ১৯০ রানের বড় সংগ্রহ গড়েও হারল তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার খেলেছেন ১২৫ রানের এক অপরাজিত ইনিংস, যেখানে বল খরচ করেছেন মাত্র ৬২টি; সাথে ছিল ছয়টি চার আর বারোটি বিশাল ছক্কার মার। এটা লুইসের দ্বিতীয় সেঞ্চুরি।

জ্যামাইকার স্যাবিনা পার্কে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯০ রান করে ভারত। জবাব দিতে নেমে ৯ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

ইনফর্ম শেখর ধাওয়ানকে (২৩) নিয়ে নিজেই ওপেনিংয়ে নেমেছিলেন অধিনায়ক কোহলি। দুজনে মাত্র ৩৩ বলে গড়েন ৬৪ রানের জুটি। কোহলি করেন ৩৯ রান। এছাড়া রিশভ পান্ট ৩৮ ও দিনেশ কার্তিক ৫ চার ৩ ছয়ে ৩৯ বলে ৪৮ রান যোগ করেন। শেষদিকে জাদেজা (১৩*) ও অশ্বিনের (১১*) রানে ভারতের ইনিংস গিয়ে থামে ১৯০ রানে।

এভিন লুইসের উদ্বোধনী সঙ্গী ক্রিস গেইল করেন ১টি করে চার-ছয়ে ২০ বলে ১৮ রান। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে আসে ৮২ রান।

লুইসের সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি গড়ার পথে মারলন স্যামুয়েলসের অবদান অপরাজিত ৩৬ রান।

ম্যাচ অব দ্যা ম্যাচ হয়েছেন এভিন লুইস।

আপনার মন্তব্য

আলোচিত