স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৭ ২১:২৭

উইম্বলডনে চ্যাম্পিয়ন গার্বিনে মুগুরুসা

ভেনাস উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিনে মুগুরুসা। ভেনাসকে সরাসরি সেটে হারান এ স্প্যানিশ তারকা।

শনিবার (১৫ জুলাই) সেন্টার কোর্টে ফাইনালের প্রথম সেটে লড়াইটা হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি ৩৭ বছর বয়সী ভেনাস। ৭-৫, ৬-০ গেমে জয় তুলে নেন ২০১৬ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মুগুরুসা।

২০১৫ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুসা; কিন্তু সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। এবার তার বড় বোন ভেনাসকে হারিয়ে গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যামে প্রথম শিরোপা জিতলেন ২৩ বছর বয়সী স্পেনের এই খেলোয়াড়।

গ্র্যান্ড স্ল্যামে সাতবারের চ্যাম্পিয়ন ভেনাস সবশেষ শিরোপাটি জিতেছিলেন এখানেই, ২০০৮ সালে।

আপনার মন্তব্য

আলোচিত