স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০১৭ ১৪:৩৫

প্রতিটা টেস্টই একটা আশীর্বাদ: অশ্বীন

২০০৫ সালে গলে একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বীন। সে ম্যাচে তুলেছিলেন ১০ উইকেট। বছর দুয়েক পর আবার গলে টেস্ট খেলতে নামছে ভারত-শ্রীলঙ্কা। অশ্বীনের জন্য গলকে স্মরণীয় রাখায় উপলক্ষ যোগ হয়েছে আরেকটি। এবার যে ৫০তম টেস্ট খেলতে নামবেন তিনি। গলে এই মাইলস্টোনে পৌঁছানোর ম্যাচ খেলতে পেরে রীতিমতো রোমাঞ্চিত এই অফস্পিনার।

ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, “এমন একটা ম্যাচ এই মাঠে খেলতে নামা স্বপ্ন সত্যি হবার মতো। দারুণ কিছু স্মৃতি আছে এখানে। প্রথম ইনিংসে ছয় আর পরের ইনিংসে চার উইকেট পেয়েছিলাম। ৫০তম ম্যাচ খেলা বিশাল কিছু, এখন থেকে প্রতিটা টেস্টই একটা আশীর্বাদ।”

প্রতিটা মাইলস্টোন উপভোগ করেন তবে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই জানালেন অকপটে।

“আপনি আগে থেকে কোন মাইলস্টোন সেট করতে পারবেন না। প্রতিটি দিন ধরে আগাতে হবে, প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট খুব নিষ্ঠুর। সবসময়ই আরও ভালো কিছু করার তাগিদ বোধ করি।”

“দুবছর আগে এখানে যখন এসেছিলাম আমি কনফিডেন্স এখন আমি আরও শানিত। পরে আবার যখন এখানে আসব টার্গেট থাকবে আজকের দিনকেও ছাড়িয়ে যাওয়ার।”

৪৯ টেস্টে ২৫.২২ গড়ে ২৭৫ উইকেট নিয়েছেন অশ্বীন। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ৭বার। ইনিংসে পাঁচ উইকেট তুলেছেন ২৫ বার।

 

 

আপনার মন্তব্য

আলোচিত