স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট, ২০১৭ ১০:৫৫

সিঙ্গাপুরে সুজনের অবস্থা স্থিতিশীল

সিঙ্গাপুরের গ্লেনেগেলস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবস্থা এখন স্থিতিশীল। তার সঙ্গে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনিরুল আমিন।

মঙ্গলবার রাতেই বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে সুজনকে। আজ সকালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তার সার্বিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হবে।

এর আগে রোববার স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। উন্নত চিকিৎসার জন্যে তাকে সোমবার রাতেই সিঙ্গাপুরে নেওয়া হয়। যদিও এদিন তার সার্বিক অবস্থা আগের চেয়ে উন্নতি করেছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন সুজন। গত রবিবার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। বিসিবির পরিচালকের দায়িত্বে থাকা সাবেক এই অধিনায়ক গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও।

আপনার মন্তব্য

আলোচিত