স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০১৭ ১১:৫৪

অবশেষে সমঝোতা, নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নতুন চুক্তির বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। তবে গত এক মাস ধরে চলা বোর্ড ও খেলোয়াড়দের সংগঠনের এ দ্বন্দ্বের অবসান হয়েছে।  আজ সকালে উভয় পক্ষের আলোচনায় সমঝোতায় পৌঁছায় এখন অনেকটা নিশ্চিত করেই বলা যায় নির্ধারিত সময়েই ঢাকার বিমান ধরবেন স্টিভেন স্মিথরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মেলবোর্নে মুখোমুখি আলোচনায় বসেন বোর্ড সভাপতি জেমস সাদারল্যানন্ড ও ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যালিস্টার নিকোলসন। তাদের মধ্যে চুক্তিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ বছর মেয়াদি নতুন চুক্তির বিস্তারিত তোলে ধরা হবে। তবে জানা গেছে নতুন চুক্তিতে দুপক্ষই খুশি। উপায় বের করতে পেরে স্বস্তির কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বোর্ডের আয়ের ভাগ তৃণমূলের ক্রিকেটাররাও এতদিন পেয়ে আসছিল। নতুন চুক্তিতে কেবল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের আয় দেয়ার প্রস্তাব দিলে সেটি নাকচ করে আন্দোলনে যায় দেশটি সর্বোচ্চ পর্যায়ের ২৩০ ক্রিকেটার। অবশেষে অনড় থাকা ক্রিকেটারদের দাবিই অনেকখানি মেনে নেয়া হয়েছে।

চলতি মাসের ১৮ আগস্ট দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে আলোচিত এই সিরিজ।

আপনার মন্তব্য

আলোচিত