সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০২:১৬

কাবুলে অল্পের জন্য রক্ষা পান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জোন্স

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট স্পাগীজা চলাকালে কাবুলের স্টেডিয়ামের পাশে আত্মঘাতী বোমা হামলায় থেকে অল্পের জন্য রক্ষা পান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। বোমা হামলার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এই হামলায় প্রাণহানি ঘটেছে দুজনের জনের, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

আলোকোজাই কাবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের প্রবেশ মুখে নিরাপত্তা তল্লাশিকালে হামলাকারী আত্মঘাতী হন। এসময় আশে পাশে থাকা দর্শক-সমর্থকরা বোমা হামলার শিকার হন। হামলার সময় কাছাকাছি স্থানেই ছিলেন জোন্স। প্রত্যক্ষভাবেই দেখেছেন হামলাটি।

এ ব্যাপারে জোন্স বলেন, ‘একেবারে আমার চোখের সামনেই ঘটলো পুরো বোমা হামলাটি। এরপর মানুষজন ছোটাছুটি শুরু করে দেয়। নিহত ও আহত হয়ে অনেকেই মাটিতে পড়ে থাকতে দেখেছি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখবো তা কখনো ভাবিনি।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি শফিকুল্লাহ স্তানিকজাই বলেন, ‘আমরা বিকট শব্দ শুনতে পাই কিন্তু বুঝতে পারিনি কি ঘটেছিলো। ফলে কিছু সময়ের জন্য খেলা বন্ধ করে দেয়া হয়। পরে নিরাপত্তা প্রধানের মাধ্যমে পুরো ঘটনা জানতে পারি। এমন ঘটনা দুঃখজনক। তবে মাঠের ভেতর ও বাইরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এমন ঘটনার পরও টুর্নামেন্ট চলবে।’

আপনার মন্তব্য

আলোচিত