স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০২:১৯

জাপানের বিপক্ষে লড়ে হারল বাংলাদেশ

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে অসহায় আত্মসমর্পণ করেছিল। তবে বৃহস্পতিবার জাপানের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশের কিশোরী ফুটবল দল। এএএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে বাংলাদেশের মেয়েরা হেরেছে ৩-০ গোলে।

জাপানের মেয়েরা তিনটি গোলই করেছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে কোনও বল নিজেদের জালে জড়াতে দেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

প্রতিযোগিতায় জাপান বর্তমান রানার্সআপ। তাই খেলার আগেই পা মাটিতেই ছিল বাংলাদেশের। অন্তত ভাল খেলার লক্ষ্য ছিল তাদের। সে অনুযায়ী এই হারটাকে ভাল ফলই বলতে হয়। ম্যাচে শুধু কম গোল খেয়েছেন তা নয়, জাপানের বক্সে ঢুকে কৃষ্ণা-স্বপ্নারা আতঙ্কও ছড়িয়েছেন।

গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৭ সেপ্টেম্বর। ওই ম্যাচে কৃষ্ণাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আপনার মন্তব্য

আলোচিত