সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৫১

কুলদীপের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারাল ভারত

ছবি: ক্রিকইনফোডটকম

হ্যাটট্রিক করলেন ভারতের বাঁ-হাতি বোলার কুলদ্বীপ যাদব। অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারালো ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলিরা। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ২৪ সেপ্টেম্বর।

কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ ভারতের দেয়া ২৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ২০২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। আজ ওয়ানডেতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন স্মিথ।

ভারতীয় চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদব হ্যাটট্রিক করেন। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ইনিংসের ৩৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ম্যাথু ওয়েড, অ্যাশটন আগার ও প্যাট কামিন্সকে সাজঘরে ফেরান তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ৪৩তম হ্যাটট্রিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারত। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন অজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান কুল্টার-নাইল ৩টি, কেন রিচার্ডসন ৩টি, প্যাট কামিন্স ১টি ও অ্যাশটন আগার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ফল: ৫০ রানে জয়ী ভারত।

ভারত ইনিংস: ২৫২ (৫০ ওভার)
(অজিঙ্কা রাহানে ৫৫, রোহিত শর্মা ৭, বিরাট কোহলি ৯২, মনিশ পান্ডে ৩, কেদার যাদব ২৪, মহেন্দ্র সিং ধোনি ৫, হার্দিক পান্ডিয়া ২০, ভুবনেশ্বর কুমার ২০, কুলদ্বীপ যাদব ০, জ্যাসপ্রীত বুমরাহ ১০*, যুজবেন্দ্র চাহাল ১; প্যাট কামিন্স ১/৩৪, নাথান কুল্টার-নাইল ৩/৫১, কেন রিচার্ডসন ৩/৫৫, মার্কাস স্টইনিস ০/৪৬, অ্যাশটন আগার ১/৫৪, ট্রাভিস হেড ০/১১)।

অস্ট্রেলিয়া ইনিংস: ২০২ (৪৩.১ ওভার)
(হিলটন কার্টরাইট ১, ডেভিড ওয়ার্নার ১, স্টিভেন স্মিথ ৫৯, ট্রাভিস হেড ৩৯, গ্লেন ম্যাক্সওয়েল ১৪, মার্কাস স্টয়নিস ৬২*, ম্যাথু ওয়েড ২, অ্যাশটন আগার ০, প্যাট কামিন্স ০, নাথান কুল্টার-নাইল ৮, কেন রিচার্ডসন ০; ভুবনেশ্বর কুমার ৩/৯, জ্যাসপ্রীত বুমরাহ ০/৩৯, হার্দিক পান্ডিয়া ২/৫৬, যুজবেন্দ্র চাহাল ২/৩৪, কুলদ্বীপ যাদব ৩/৫৪)।

আপনার মন্তব্য

আলোচিত