স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০২:৫৮

আত্মঘাতী গোলে মেসিদের জয়

চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেছে কাতালান দলটি।

ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও মেসি-সুয়ারেসদের কেউ গোল করতে পারেন নি। বার্সার জয় আসে আত্মঘাতী গোলে।

ম্যাচের ৪৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি-কিকের বল জটলার মধ্যে থাকা সুয়ারেসের মাথায় লেগে যাচ্ছিল গোলের উল্টো দিকে। কিন্তু ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়েতেসের গায়ে লেগে তা জালে ঢুকে যায়।

৫৭তম মিনিটে আরেকটি সুযোগ এসেছিল বার্সেলোনার। সুয়ারেসের বাড়ানো বল ডি-বক্স বিপজ্জনক জায়গায় পেয়েছিলেন মেসি। কিন্তু শট নেওয়ার আগ মুহূর্তে স্লাইডিং ট্যাকল করে তার পা থেকে বল বিপদমুক্ত করেন তার সাবেক সতীর্থ জেরেমি ম্যাথিউ।

৭১তম মিনিটে পর্তুগিজ দলটি সমতায় ফিরতে পারেনি মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দৃঢ়তায়। ডি-বক্সের ভেতর থেকে ব্রুনো ফের্নান্দেসের জোরালো শট দক্ষতার সঙ্গে ঢেকান জার্মান গোলরক্ষক।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল প্রথম ম্যাচে ৩-০ গোলে জুভেন্টাসকে হারানো বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত