স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:০৮

বায়ার্ন মিউনিখকে হারাল নেইমারের পিএসজি

লিগ ওয়ানের আগের ম্যাচে নেইমার ছিলেন না, পুরো দল গোল করতে পারেনি একটি। ঘরোয়া লিগ নয় চ্যাম্পিয়নস লিগে ফিরলেন নেইমার, আর পিএসজিও ফিরল গোলে; একে একে তিন গোল করল জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। গোল করলেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ দানি আলভেজ, উরুগুয়েন এদিনসন কাভানি, আর নেইমার নিজেও। তাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজিও পেল দুর্দান্ত এক জয়।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। আসরে পিএসজির এটা টানা দ্বিতীয় জয়।

ম্যাচের ২য় মিনিটেই দানি আলভেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন নেইমার।

দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন দানি আলভেস। গোলটির মূল কারিগর নেইমার। এক জনকে কাটিয়ে বাঁ থেকে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি গিয়ে দুজনের মধ্যে দিয়ে পাস দেন জাতীয় দল সতীর্থকে। ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক স্ভেন উলরাইশের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আলভেস।

৩২তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে কিলিয়ান এমবাপে বল বাড়ান ছুটে আসা কাভানির দিকে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে জালে জড়ান উরুগুয়ের স্ট্রাইকার।

পাঁচ মিনিট পর নেইমারের ব্যাকহিল ফাঁকায় পেয়ে কাভানির দুর্বল শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন উলরাইশ।

৬৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। মাঝমাঠের অনেক আগে থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সে এমবাপেকে পাস দেন আলভেস। আর ফরাসি তরুণ ফরোয়ার্ড দুজনের মধ্যে দিয়ে এগিয়ে বল পাঠান জটলার মধ্যে, যেখান থেকে নেইমারের বিদ্যুৎ গতির শট কাঁপায় বায়ার্নের জাল।

পিএসজিতে যোগ দেওয়ার  পর এটা নেইমারের ছয় নম্বর গোল; আর কেবল নিজে গোল করাই নয় সমান সংখ্যক গোল করিয়েছেনও তিনি।

আপনার মন্তব্য

আলোচিত