স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৭

সিলেটে আফগান যুবারা ৭৭ রানে অলআউট, বাংলাদেশের বড় জয়

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেটে আফগান যুবাদের ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে সাইফ হাসানের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের মাঝারি মানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ যুব দল।

জবাবে ব্যাটিংয়ে নেমে টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে ৩৪.২ ওভারে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় আফগানরা।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তারিক স্তানকিজাই ১৬ এবং নিসার ওয়াহদাত করেন ১০ রান। আর কোনও সফরকারী ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশ যুব দলের হয়ে কাজী অনিক চারটি ও নাঈম হাসান তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন রবিউল হক ও মনিরুল ইসলাম।

এর আগে তাওহিদ হৃদয়ের হাফসেঞ্চুরি, মাহিদুল ইসলাম অঙ্কন, কাজী অনিক, পিনাক ঘোষ ও সাইফ হাসানের ছোট ইনিংসের ওপর ভর করে মাঝারি মানের সংগ্রহ গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হৃদয় ৫২, অঙ্কন ৩৫, অনিক ২৭, পিনাক ২৩ এবং সাইফ করেন ২০ রান।

আফগানিস্তান যুব দলের হয়ে মুজিব সর্বোচ্চ চারটি এবং তারিক স্তানিকজাই নেন দুটি উইকেট। নাভিন উল হক, ইউসুফ জাজাই ও শামসুর রহমান নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ: ৫০ ওভারে ২২২/৯ (তৌহিদ ৫২, মাহিদুল ৩৫, অনিক ২৭; মুজিব ৪/২২, তারিক ২/১৭)।

আফগানিস্তান: ৩৪.২ ওভারে ৭৭ (তারিক ১৬, নাসিরুল্লাহ ১০; অনিক ৪/২৭, নাইম ৩/১১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৫ রানে জয়ী।

ম্যাচসেরা: কাজী অনিক ইসলাম (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯)।

আপনার মন্তব্য

আলোচিত