স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০১:১৫

রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কায় সাব্বির

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে করেছে ২৯৮ রান। এমন অবস্থায় প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। কত রান করতে পারে দক্ষিণ আফ্রিকা, এমন প্রশ্ন ঘুরছে! এমন অবস্থায় রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কার কথা জানালেন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যাওয়া সাব্বির রহমান।

জানালেন, ওরা যদি তিন দিন ব্যাটিং করে আপনি বলতে পারবেন না ওরা কত রান করবে। ১ হাজার রান হতে পারে, সাতশ রান পারে। যত কম রানে বাঁধা যায়। ওরা যত বেশি রান করবে আমাদের তত বেশি সমস্যায় পড়তে হবে।

শঙ্কা থেকে কথাগুলো বললেন সাব্বির। বললেন নির্বিষ বোলিংয়ের কথাও। সাব্বির বলেন, বোলিংয়ে উন্নতি না করলে আরও লম্বা সময় ফিল্ডিং করতে হতে পারে।

“যদি ভালো বোলিং না করতে পারি তাহলে পাঁচ দিনও ব্যাটিং করতে পারে। আমরা চেষ্টা করছি উইকেট ফেলার জন্য বোলিং করতে হবে। চেষ্টা করতে হবে ভালো বোলিং করার জন্য, ভালো জায়গায় বোলিং করার জন্য। এর মধ্যে যদি রান বেঁধে রাখতে পারি আমাদের জন্য ভালো হবে।”

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে রান বেঁধে রাখা। রান যত কম দেওয়া যায় সেই চেষ্টা করা। আগামীকাল আমাদের সেটাই লক্ষ্য।

অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে ফিল্ডিং নিয়েছেন। এনিয়ে সমালোচনার চলছে। এমন সমালোচনার জবাবও দিলেন সাব্বির রহমান। বললেন , প্রথম টেস্টের প্রথম দিন, টস জিতে ফিল্ডিং নিয়েছি অবশ্যই কিছু করার জন্য।

“এক-দুই ঘণ্টা যাওয়ার পর দেখলাম ফ্ল্যাট উইকেট। তখন ঠিক করলাম রান চেক করতে হবে। তখন যতটা পারা যায় রান বেঁধে রাখার চেষ্টা করেছি।”

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবারের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯৮/১। শতক করে অপরাজিত ডিন এলগার। হাশিম আমলা অপরাজিত ৬৮ রানে। মারক্রাম ৯৭ রান করে রানআউট হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত