ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৭ ১৬:০৭

সিলেটকে ১৪৬ রানের টার্গেট দিলো কুমিল্লা

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪৬ রানের টার্গেট দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে কুমিল্লা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট সিক্সার্স দলপতি নাসির হোসেন। প্রথম খেলায় জিতে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই মাঠে নামে সিলেট। যদিও ১ম উইকেট পেতে একটু বেগ পতে হয় সিলেটকে। পরবর্তীতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে সিলেট।

সিলেট প্রথম উইকেট দেখা পায় ৫ম ওভারে। এর আগে স্কোর বোর্ডে উঠে ৩৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুমিল্লা।
পরে অলক কাপালি ও স্যামুয়েলস কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও পার্টনারশিপটি ততোটা দীর্ঘ হয়নি।

অলক কাপালি ২৬ রানে আউট হলেও অন্য প্রান্ত আগলে রাখেন স্যামুয়েলস। স্যামুয়েলসের ৬০ রানের সুবাদে কুমিল্লার স্কোর ২০ ওভারে গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৪৫।

১৪৬ রানের টার্গেটে এখন ব্যাট করছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ২ ওভারে কোন উইকেট না হারিয়ে ২০রান।

আপনার মন্তব্য

আলোচিত