নিউজ ডেস্ক

০১ জুন, ২০১৫ ২২:২৯

আপাতত কিপিং করছেন না মুশফিক, প্রস্তুত রাখা হচ্ছে লিটনকে

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের একমাত্র টেস্টে কিপিং গ্লাভস হাতে যাচ্ছেনা টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে।

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডান হাতের অনামিকায় ব্যথা পেয়েছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সে চোটের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

অবস্থা এমন দাঁড়িয়েছে ১০ জুন শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর উইকেটকিপিং না করার সম্ভাবনাই বেশি। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সেক্ষেত্রে এ পজিশনে দেখা যেতে পারে ২৩ জনের স্কোয়াডে থাকা লিটন কুমার দাশকে। খুলনা টেস্টে আঙুলে ব্যথা পাওয়ায় মুশফিকের বদলে কিপিং গ্লাভস তুলে নিয়েছিলেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ। পরে আঙুলের চোট নিয়ে মুশফিক খেলেছিলেন ঢাকা টেস্টেও।

আসন্ন ভারত সিরিজে টেস্ট ম্যাচে মুশি'র অধিনায়কত্ব নিয়ে কোনো সমস্যা নেই। তবে আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না উঠায় ভারতের বিপক্ষে সিরিজে মুশফিককে উইকেটরক্ষক হিসেবে না-ও দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারত সিরিজকে সামনে রেখে গত শনিবার থেকে চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধায়নে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। গত তিন দিনে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যায়নি মুশফিককে। অনুশীলনে শুধুমাত্র ব্যাট হাতেই বাড়তি মনোযোগী হিসাবে দেখা গেছে তাকে।

মুশফিক কিপিং গ্লাভস হাতে না দাঁড়ালেও উইকেটরক্ষক হিসেবে অনুশীলনে দেখা গেছে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা লিটন কুমার দাশকে।

আপনার মন্তব্য

আলোচিত