স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০১৫ ১৪:৩৪

ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে গত সিরিজের দলেই আস্থা রেখে ভারতের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করা করেছেন নির্বাচকরা। টেস্ট দলে বড় কোন পরিবর্তন আসছে না এটা আগেই জানা গিয়েছিল। ঘোষিত দলে তাই নেই নতুন চমক।

পাকিস্তান সিরিজের দলেই আস্থা রেখেছেন ফারুক আহমেদরা। ইনজুরিতে পড়ে শাহাদাত হোসেনের বাদ পড়া স্বাভাবিকই তাঁর জায়গা নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলা পেসার রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে রুবেলের জায়গায় ঢাকা টেস্টে দলে এসেও মাঠে না নামা আবুল হাসান রাজু ধরে রেখেছেন জায়গা।

দলে ভূমিকা নিয়ে কথা থাকলেও বিসিএলএর ফর্ম বিবেচনায় টিকে গেছেন শুভাগত। টেস্টে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও তরুণ তুর্কি সৌম্য সরকারকে বাঁচিয়ে দিয়েছে সর্বশেষ ফার্স্ট ক্লাস ম্যাচে সেঞ্চুরি।

দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লিটন কুমার দাস। মুশফিকুর রহিম উইকেট কিপিং না করলেও ফতুল্লা টেস্টেই গ্লাভস হাতে মাঠে নামবেন তিনি।  এছাড়া বাকি জায়গাগুলো নিয়ে সন্দেহাতীতভাবে কোন প্রশ্ন নেই।

১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ।

একমাত্র টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, মোহাম্মদ শহীদ। 

উল্লেখ্য,এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত