স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০১৫ ০১:২৩

আইসিসি সভাপতি হচ্ছেন পাকিস্তানের জহির আব্বাস

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদের জন্য পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জহির আব্বাসের মনোনয়নের কথা জানিয়েছে। 

সাম্প্রতিক সময়ের আইসিসির সাবেক খেলোয়াড়দের সভাপতি পদে মনোনয়নের ঘোষণার প্রেক্ষিতে জহির আব্বাসের জন্যে দ্বার উন্মুক্ত হয়ে যায়। আব্বাস তার স্বদেশি অপর দুই সাবেক ক্রিকেটার মাজিদ খান ও আসিফ ইকবালকে হটিয়ে পিসিবির মনোনয়ন পেলেন।

আইসিসির সভাপতি পদে সাবেক ক্রিকেটার সম্পর্কিত সাম্প্রতিক ঘোষণার আগে আইসিসি সভাপতি পদে মনোনয়নপ্রাপ্তির কথা ছিল নাজাম শেঠির।

৬৭ বছর বয়সী আব্বাসকে 'এশিয়ার ব্র্যাডম্যান' বলা হয়। পাকিস্তানের পক্ষে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৫ হাজার ৬২ ও ওয়ানডেতে ২ হাজার ৫৭২ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

উল্লেখ্য, বাংলাদেশের আ হ ম মুস্তাফা কামালের পদত্যাগের কারণে সৃষ্ট শূন্যতা পূরণে আইসিসির কয়েক মাসের জন্যে সভাপতি পদ পূরণের প্রয়োজন ছিল। মুস্তাফা কামাল সদ্য সমাপ্ত বিশ্বকাপে আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদস্বরূপ আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত