নিউজ ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৫ ১২:৫০

আনন্দে ভাসছে বার্সা

জয়ের আনন্দে ভাসছে পুরো কাম্প নউ। আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর বার্সেলোনার তারকা নেইমার তো আনন্দে বলেই ফেলছেন-এই জয় সবার জন্য।

 
আক্রমণভাগের তিন তারকাই জ্বলে ওঠায় কাম্প নউয়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। একটি করে গোল করে দলের জয়ে অসাধারণ অবদান রাখেন নেইমার, লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।

বার্সেলোনার প্রথম গোল করা নেইমার বার্সেলোনার এই জয় উৎসর্গ করেন সবাইকে।

“আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুব খুশি। এই জয়টা সবার জন্য।”

গোল করা আরেক ফরোয়ার্ড সুয়ারেস বলেন, “আতলেতিকোর বিপক্ষে এমন একটি জয় আমাদের আরও শক্তিশালী করবে।”

এই জয় বার্সেলোনায় মেসি আর কোচ লুইস এনরিকের ঝামেলা নিয়ে ওঠা সাম্প্রতিক গুঞ্জনকে বন্ধ করবে বলে মনে করেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

“যা বলা হয়েছে, এর বেশিরভাগ জিনিসই ব্যক্তিগতভাবে আমি শুনিনি বা দেখিনি।”

এই জয় আর দলের খেলায় খুব খুশি এনরিকেও, “আমরা অনেক উঁচু পর্যায়ের খেলা খেলেছি।”

ম্যাচ শেষে বার্সেলোনার খেলার প্রশংসা করেন প্রতিপক্ষ কোচ দিয়েগো সিমেওনেও।

“প্রথমার্ধে বার্সেলোনার সামর্থ্য দারুণ ছিল।”

সিমিওনে জানান, পুরো ম্যাচে গতিময় খেলে বল হারালেও দ্রুত নিয়ন্ত্রণে নিয়েছে বার্সেলোনা। আতলেতিকোকে তারা পাল্টা আক্রমণে উঠতে দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত