স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০১৫ ১৩:২০

কোপা আমেরিকায় শক্তিশালী দল আর্জেন্টিনা

কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশনে অংশ নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার অ্যাঞ্জেল দি মারিয়া। আছেন কার্লোস তেভেজও। সব মিলিয়ে শক্তিশালী দলই গড়েছে আর্জেন্টাইনরা।

আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। ১৩ জুন দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে।

দীর্ঘ তিন বছরের ‘নির্বাসন’ শেষে গত নভেম্বরে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তেভেজ। লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টে প্রথম একাদশে নিয়মিত দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে।

গত মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও দি মারিয়া তেমন ভালো খেলতে পারেননি। তবু তাঁর ওপরে আস্থা রেখেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

ম্যানইউতে দি মারিয়ার সতীর্থ ডিফেন্ডার মার্কোস রোহোও আছেন কোপা আমেরিকা দলে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির তিনজন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন সার্জিও আগুয়েরো, পাবলো জাবালেতা ও মার্তিন দেমিচেলিস।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা :

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাউয়েল গুজমান, মারিয়ানো আন্দুহার।

ডিফেন্ডার : পাবলো সাবালেতা, ফাকুন্দো রোনকাগলিয়া, এসেকেল গারাই, মার্তিন দেমিচেলিস, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, মিল্তন কাসকো।

মিডফিল্ডার : লুকাস বিগলিয়া, রবার্তো পেরেইরা, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গাগো, এভার বানেগা, হাভিয়ের পাস্তরে, এরিক লামেলা, অ্যাঞ্জেল দি মারিয়া।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়াইন, এসেকিল লাভেজ্জি।

আপনার মন্তব্য

আলোচিত