নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ২২:১৭

বিসিবির নতুন চুক্তিতে আরও ৫ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় এই বছর যোগ হয়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় এই বছর যোগ হয়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।

বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের চুক্তির আওতায় আসা ক্রিকেটারদের নাম জানান।

বিশ্বকাপ দলে না থাকা আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী এ বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১২ ক্রিকেটার, আর এবার হচ্ছে ১৪ জন।

‘বি’ শ্রেণিতে এসেছেন ইমরুল। এই শ্রেণিতে আগে থেকেই আছেন নাসির হোসেন ও রুবেল হোসেন। ‘ডি’ শ্রেণিতে থাকবেন প্রথমবারের মতো চুক্তির আওতায় আসা তাইজুল, আল-আমিন ও আরাফাত।

শফিউল ‘সি’ শ্রেণিতে যোগ হয়েছেন, যেখানে আছে মুমিনুল হক ও এনামুল হক।

‘এ’ শ্রেণিতে আছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ।

‘এ+’ শ্রেণিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

গত বছর ‘এ+’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা মাসে ২ লাখ টাকা করে বেতন পেয়েছেন। এছাড়া ‘এ’ শ্রেণিতে ১ লাখ ৭০ হাজার, ‘বি’ শ্রেনিতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ শ্রেণিতে ৯০ হাজার ও ‘ডি’ শ্রেনিতে ৬০ হাজার টাকা করে বেতন পান ক্রিকেটাররা।


আপনার মন্তব্য

আলোচিত