স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৮ ২২:১৩

রাশিয়া বিশ্বকাপে প্রথম গোল ইউরি গাজনস্কির

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর প্রথম গোল করেছেন ইউরি গাজনস্কি।

বৃহস্পতিবার (১৪ জুন) রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচে এ গোল করেন গাজনস্কি।

ম্যাচে প্রথম গোল আসে ১২ মিনিটের সময়।

গ্লোভিন এবং জারকভ দারুণ একটি বল দেওয়া নেওয়া করে সৌদি আরবের বক্সে ঢুকে যায়। কিন্তু গোলে নেওয়া শটটা কর্নারের বিনিময়ে ফেরে সৌদি ডিফেন্ডারের পায়ে লেগে। সেখান থেকে জিরকভ কর্নার কিক নেন। ফিরতি বলটি আবার পেয়ে যায় রাশিয়ার গ্লোভিন। তিনি দারুণ এক ক্রস দেন। সেই ক্রস থেকে দুর্দান্ত এক হেড করেন গাজনস্কি। তার হেডটা ঠেকানোর কোন সুযোগ ছিল না সৌদি আরবের গোলরক্ষক আবদুল্লাহ আল মায়ূফের।

গাজনস্কির ১২ মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিক রাশিয়া।

২০১৪ বিশ্বকাপে প্রথম গোল ছিল ব্রাজিল ডিফেন্ডার মার্সেলোর। তবে সেটা ছিল আত্মঘাতী গোল।

আপনার মন্তব্য

আলোচিত