নিউজ ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৫ ১০:১৫

বিশ্বকাপগামী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভকামনা

শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বকাপ না জিতলেও দেশের মান বজায় রেখে ভালো বলে বয়ে নিয়ে আস '। দেশবাশী তোমাদের দিকে তাকিয়ে থাকবে । মাশরাফিও প্রধানমন্ত্রীকে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন ।


আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে ২৪ জানুয়ারি রাতেইঅস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর নৈশভোজে যান জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতির শেষ দিনের অনুশীলন শেষে মাশরাফি বিন মর্তুজার দলকে নৈশভোজের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির কয়েকজন পরিচালক প্রধানমন্ত্রীর ডিনারে অংশ নেন।

প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো করার জন্য মাশরাফীদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বকাপ না জিতলেও দেশের মান বজায় রেখে ভালো বলে বয়ে নিয়ে আস '। দেশবাশী তোমাদের দিকে তাকিয়ে থাকবে । মাশরাফিও প্রধানমন্ত্রীকে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনও বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায়। সেখানে এক সংক্ষিপ্ত আয়োজনে উপস্থিত ছিলেন টিম বাংলাদেশ। জানানো হয়েছে ক্রিকেটারদের শুভকামনা।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় ফটোসেশন শেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও প্রধান কোচ হাথুরুসিংহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানাবেন প্রস্তুতির আদ্যোপান্ত।

এরপর শুক্রবার বিশ্রাম শেষে আগামী ২৪ তারিখ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

২০১৫ সালের আইসিসির ক্রিকেট বিশ্বকাপ (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে) শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তার আগেই বাংলাদেশ ক্রিকেট দল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের ১১তম আসর হলেও বাংলাদেশ ৫ম বারের মতো অংশ নিতে যাচ্ছে এবার। বিশ্বকাপে ‘এ’গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।


এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আইসিসির ১১তম বিশ্বকাপে সাকিব-তামিমদের দেখা যাবে নতুন জার্সি গায়ে। বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে তুলে দিলেন সেই জার্সি।







আপনার মন্তব্য

আলোচিত